বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় স্কুলের ঝুঁকি নিরূপণ পূর্বক নিরাপত্তা ও আপদকালীন পরিকল্পনা প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা ডিআরআরএ আঞ্চলিক কার্যালয়ে সিবিএম এর অর্থায়নে এবং ডিআরআরএ এর বাস্তবায়নাধীন সিসিডিআইডিআরএম প্রকল্পের আওতায় স্কুল ভিত্তিক একীভূত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি আছে এমন পাঁচটি স্কুলের প্রধান শিক্ষক, এস এম সি সদস্য ও স্টুডেন্ট কাউন্সিল সদস্য নিয়ে ২ দিন ব্যাপী স্কুলের ঝুঁকি নিরূপণ পূর্বক নিরাপত্তা ও আপদকালীন পরিকল্পনা প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী সায়েলাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন এ্যডভোকেসি এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আলমগীর হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর জি.এম. নূরুন্নবী হাসান, সহকারী মৃনাল কান্তি মন্ডল প্রমুখ। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সক্রিয় অংশগ্রহনে স্থানীয় আপদ ও ঝুঁকি সমূহ চিহ্নিত করন পূর্বক স্কুলের আপদ ও ঝুঁকির মানচিত্র অংকন সহ একটি একীভূত আপদকালীন পরিকল্পনা প্রস্তুত করা হয়। সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন অসিত দেবনাথ।