বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর মহাশ্মশানে নতুন শবদাহ চুল্লির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। অত্র এলাকার সনাতন হিন্দু ধর্মালম্বীদের মৃত্যুর পর তাদের শব বিভিন্ন পতিত জায়গায় দাহ করা হতো, এতে পরিবেশ সহ স্থানীয়দের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতো। সনাতন হিন্দু ধর্মালম্বীর সুবিধার্থে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় অত্র এলাকায় বসবাসরত সনাতন হিন্দু ধর্মালম্বী ও সর্বস্তরের নারী-পুরুষের উপস্থিতিতে নূরনগর মহাশ্মশানে আনুষ্ঠানিকভাবে শবদাহ চুল্লির ভিত্তিপ্রস্তরের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সমৃয় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, অরুন মুখার্জী, কাশীনাথ দেবনাথ, ধর্মদাস কর্মকার, বিশ্বনাথ অধিকারী, শিক্ষক শুশান্ত ঘোষ, সাংবাদিক পলাশ দেবনাথ, দেবদাস সাহা (দেবু), রবীন্দ্রনাথ অধিকারী (রবু), দেবাশীষ কর্মকার (দেবু), সুশান্ত দেবনাথ, চিত্ত সাহা, আশীষ মুখার্জী (বাপিঠাকুর), বাবু হালদার, নন্দ দুলাল কর্মকার, সচিন পাল, স্বপন সাহা, নিতাই ঘোষ, স্বপন দেবনাথ, দেবাশিষ হালদার, অচ্যুত রক্ষিত, সন্ন্যাসী কর্মকার সহ অত্র এলাকার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ সহ সর্বস্তরের মানুষ।