কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে উগ্রপন্থা প্রতিরোধে আন্তঃ মতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে পিস কনসোর্টিয়াম জনসম্পৃকরণ প্রকল্পের আওতায়, বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে ও জিসার্পের আর্থিক সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলার ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আন্তঃ মতার্শিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষ, পিস কনসোর্টিয়াম প্রজেক্ট ম্যানেজার গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আকরাম হুসেন, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ গফুর হুসাইন, মাওঃ মঞ্জুরুল ইসলাম, পুরোহিত সঞ্জয় চক্রবার্তি, তারক আচার্য্য, উপজেলা সাইলু কমিটির সদস্য ইলাদেবী মল্লিক, পিস ক্লাবের যুব সদস্য বিপ্লব, হারুন, মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মঞ্জুরুল। সংলাপ অনুষ্ঠানে ধর্মীয় নেতা, ইমাম, পুরোহিত ও পিস ক্লাবের সদস্যসহ ৩০জন অংশ গ্রহন করে।