স্টাফ রিপোর্টার ঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধ জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল ৪টি মোবাইল কোর্টে অভিযোগ ২০টি মামলা অর্থদন্ডের মাধ্যমে ৫,৯৫০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপর দিকে জেলায় ১ মার্চ হতে গতকাল পর্যন্ত ১৩৯২টি মোবইল কোটে ৩৪৯০টি মামলায় ৫৩,৯৯,৮৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।