স্টাফ রিপোর্টার ঃ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবী ও গ্রেড উন্নীতির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কর্মবিরতী পালিত হয়েছে। অষ্টম দিনেও গতকাল জেলা সহকারী কল্যান সমিতি উদ্যোগে হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মবিরতি পালন করেছেন। সংগঠনের জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোরশেদ আলম, মোজাফফার হোসেন, মেহেদী হাসান, নজরুল ইসলাম, রুহুল আমিন, রফিকুল ইসলাম, বিলকিস আরা, শামিমা আক্তার, রুপালি খাতুন, পল্লী রানী, মোয়াজ্জেন হোসেন, সহ সহকারী সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।