মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। শনিবার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দীন গাজী ও সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ স্বাক্ষরিত দলীয় প্যাডে ওয়ার্ড কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। নবগঠিত কমিটিতে আব্দুস সবুরকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।