রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলার রমজাননগরে সেচ্ছাসেবী সংগঠন রূশা সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ও কমিটি গঠন।সমাজে অবহেলিত দুস্থ অসহায় মানুষদের সেবা ও এতিম প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ তৈরি করা,সুদ ও মাদকমুক্ত সুশিক্ষিত যুবসমাজ গড়ার অঙ্গিকারে একঝাঁক সচ্চ তরুণ মেধাবী পরিছিন্ন ছাত্র শিক্ষক ইমামদের দ্বারা গঠন করা হয় রূশা সোসাইটি। গতকাল সন্ধ্যা ৬টায় রমজাননগরে এ আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ডাঃ আবির হাসান কাওছার কে চেয়ারম্যান করা হয়। উপদেষ্টা নিবার্চন করা হয় জুলকার নাইম,হাফেজ শহিদুজ্জামান ও দৃষ্টিপাতের সাংবাদিক গাজী খালিদ সাইফুল্লাহ কে।চেয়ারম্যান উপদেষ্টা ও উপস্থিত সকলের সম্মতিতে সভাপতি মাহবুবুর রহমান,সহ-সভাপতি আবুল হোসেন,হারুন-উর-রশিদ সাধারণ সম্পাদক আঃ হাকিম,সহ সাধারণ সম্পাদক মুহিত মুন্না,সাংগঠনিক মোস্তফা কামাল,সহ সাংগঠনিক ওমর ফারুক,ক্যাশিয়ার আবু জাফর,সহ ক্যাশিয়ার মিজানুর রহমান,প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ,সহ প্রচার ইব্রাহিম খলিল,আন্তর্জাতিক সম্পাদক আবু তালিব,সাংস্কৃতিক সাঈদ সুমন,সদস্য আবুল কাশেম,আশরাফুল হোসেন,আল আমিন।সেচ্ছাসেবী বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।