কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, উপজেলা তাঁতীলীগের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, সদস্য সচিব নাসিম হায়দার রিপন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকন সানা, সাবেক চেয়ারম্যান টিএম নুরুল হক, আওয়ামীলীগনেতা গাজী আনোয়ার হোসেন মিন্টু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান ডাবলু, যুবলীগ নেতা এস এম জাহিদ, নাসিরউদ্দীন ও জাকির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা আব্দুল আলীম। অনুষ্ঠানশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।