স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা প্রেসক্লাবে এক মেডিকেল এ্যাসিসটেন্ট গতকাল সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য সদর উপজেলার খাথন্দা গ্রামের (ডিএমএফ) ডাঃ দিপা চাকমা বলেন তিনি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল ফেকালটি কোর্চ সম্পন্ন করেছেন। বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শিক্ষা সনদ রয়েছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলর অধিনে সার্টিফিকেট অর্জন করি। এমনকি আল্ট্রাসাউন্ড ট্রেডে কোর্সের সার্টিফিকেট রয়েছে। সেই সুবাদে দীর্ঘ দিন কাথন্দা বাজারে সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু একটি কুচক্রী স্বার্থন্বেষী মহলের ইন্ধনে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রক মেডিকেল অফিসার ডাঃ জয়েন্ত কুমার সরকারের কাছে কাগজ পত্র দেখালেও তিনি গুরুত্ব দেয়নি। তিনি আরো বলেন বাজারে চেম্বারে নরমাল ডেলিভারি সহ আল্ট্রাসোনো সহ বিভিন্ন ভাবে মানুষের সেবা প্রদান করছি। এ বিষয়ে সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা: জয়েন্ত সরকারের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাত কে জানান তার বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের চিকিৎসক হিসাবে কোন রেজিঃ নাই শুধু তাই নয় আল্ট্রাসোনো ও নরমাল ডেলিভারি করাতে যেটি প্রয়োজন সেটি নাই। চিকিৎসকদের নিয়ম কানুন তোয়াক্কা করে দেদারছে কাজ করে যাচ্ছে। চিকিৎসা সেবার এমন হাল প্রকৃত চিকিৎসকদের কাছ থেকে রোগীরা মুখ ফিরিয়ে নেবে।