স্টাফ রিপোর্টার ঃ কালিগঞ্জ নলতায় সম্পদ লোভী ভাই বোনদের ওয়ারেশ ফাকি দিয়ে জালিয়াতির মাধ্যমে পৈত্রিক সম্পত্তি বিক্রয়ের অভিযোগ উঠেছে। গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দেবহাটা হাদিপুর গ্রামের মৃত মাজেদ গাজীর কন্যা নাজমা খাতুন। লিখিত বক্তব্যে বলেন তারা মায়েরা ৫ বোন ৩ ভাই। নানা মৃত বাহার আলী নামীয় নলতা মৌজায় ৪ খতিয়ানে ২.২৬শতক সম্পত্তি ছিলো। নানা জীবিত থাকা অবস্থায় তিন মামা ফজর আলী, নজির আলী ও আনছার আলী নানাকে জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টি করে। কিন্তু নানা তাদের নামে জমি লিখে দেইনি। ফলে নানা অসুস্থ হলে তারা নানাকে কোন চিকিৎসা করেনি। এক প্রকার বিনা চিকিৎসায় তিনি মারা যান। পরবর্তিতে মামারা ৫ বোন কে ওয়ারেশ কায়েম থেকে বাদ দিয়ে নানার সম্পত্তি অন্য স্থানে বিক্রয় করে দেয়। পরে বিষয়টি অবগত হলে মা, খালারা মামাদের কাছে জানতে চাইলে তাড়িয়ে দেয় এবং বেশি বাড়াবাড়ি করলে খুন জখমের হুমকি প্রদর্শন করে। পরবর্তিতে মা খালারা নাম পত্তনের জন্য ১৫০ ধারায় ২৭/৯২-৯৩ নং মিসকেস বাতিলের জন্য কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অফিসে কেস করেন। কিন্তু সেখানে হাজির না হয়ে উল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানী হুমকি দিচ্ছেন। তিনি আরো বলেন মা খালারা সকলে অসহায় গরীব স্বামীর সাথে সংসার করছে। তাছাড়া পিতার সম্পত্তি পাওয়ার অধিকার সকলের আছে কিন্তু লোভী ভাইরা বোনদের ওয়ারেশ থেকে বাদ দিয়ে নিজেরাই সব কিছু বিক্রয় করে ভোগ করছেন। বোনেরা না খেয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে। ভাই নামধারী সম্পদ লোভীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বোনদের পৈত্রিক সম্পত্তি যাতে বুঝে পেতে পারে তাহার জন্য পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।