দেবহাটা অফিস ॥ চোর শোনে না ধর্মের কাহিনী। চিরায়ত এই প্রবাদটি আবারও নিষ্পেষিত করলো হত দরিদ্র অসহায় দ্বীনহীন ভ্যান চালক ফারুক হোসেনকে। ব্যাটারী ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহকারী ফারুকের ভ্যানটি দিকে লোলুপ দৃষ্টি পড়ে চোরের। প্রতিদিনের ন্যায় সেদিনও তিনি যাত্রী নামিয়ে যাত্রীর মালামাল যাত্রীর বাড়ীতে পৌছে দিয়ে ভ্যানটি নির্দিষ্ট স্থানে (রেখে যাওয়া স্থান) না পেয়ে নিশ্চিত হন চুরি হওয়ার। তিনি প্রায়দিন মাঝ পারুলিয়া বিশ্বাস বাড়ী যাত্রী নিয়ে আসেন এবং ধারাবাহিকতার কল্যানেই চোরের নিসানায় পড়েন। তিন পুত্র সন্তানের জনক ফারুক হোসেন গতকয়েকদিন যাবৎ বেকার ছিলেন, তবে ভেঙ্গে পড়েন নি, তিনি ঘুরে দাঁড়িয়েছেন, ঋন কর্জ করে আবারও ব্যাটারী ভ্যান ক্রয় করেছেন। তিনি জানান ভ্যান চালানোর উপার্জন হতে দুই পুত্র স্নাতক শ্রেণীতে পড়াশুনা করছে, অপর এক পুত্র বৃত্তি প্রাপ্ত এবং হাইস্কুলে অধ্যায়নরত। বাড়ীতে আছেন বৃদ্ধা মাতা ছয়জনের সংসারে একমাত্র উপার্জনকারী তিনি। দৃষ্টিপাতকে ফারুক হোসেন জানান তিনি কারোর করুনা বা আর্থিক সহায়তা প্রার্থী নন তিনি দোয়া প্রার্থী। সম্প্রতি এক শ্রেণীর ছিচকে চোরের উপদ্রপ বেড়েছে। ভ্যান, সাইকেল, মোটর, তিনইঞ্চি স্যালো মেশিন চুরি হচ্ছে এ বিষয়ে সকলকে তিনি সতর্ক করেছেন।