বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিকী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা অগ্রগতি সংস্থার উদ্যোগে উপজেলা প্রশিক্ষন হল রুমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আর টি আই এর সেল কমিটির সভাপতি মিসেস খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। আর টি আই এর ফিল্ড ফ্যসিলেটর হাসনা হেনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ-বিন-শফিক, সেল কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান, মহিলা সংস্থার সংগঠক আনিসুর রহমান মল্লিক, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, শিক্ষক রনজিৎ বর্মন প্রমূখ। সভায় অগ্রগতি সংস্থার উদ্যোগে ২০০৯ এর তথ্য আইন বাস্তবায়নের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয় এবং মানুষের অধিকার আদায়ে সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।