স্টাফ রিপোর্টার ঃ বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্রভাষক ও দৈনিক দৃষ্টিপাতে বড়দল ইউঃ প্রতিনিধি সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃতভূবন চন্দ্র সরকারের পুত্র সাংবাদিক শিবপদ সরকার এর উপর সন্ত্রাসীদেগর হামলার চেষ্টার ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেযে গতকাল সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেছে যার নং- ১৫৯৭। জানাগেছে সাংবাদিক শিবপদ সরকার ও তার পরিবারের লোকজনের সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে একই গ্রামের মৃত হামজা সরদারের পুত্র আব্দুল হামিদ সরদার তার পুত্র মোনায়েম হোসেন মৃত আফসার আলী লস্করের পুত্র আসমত আলী লস্কর তার পুত্র আজিজুল ইসলাম এর সাথে মামলা মোকদ্দমা চলে আসছে বিবাদীরা গতকাল হঠাৎ করে সকাল ১১টার দিকে সাংবাদিক শিবপদ সরকার বাড়ীর সামনের রাস্তায় দাড়িয়ে থাকার সময় উপরোক্ত ব্যক্তিরা লাঠি সোটা নিয়ে মারতে উদ্যাত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় সাংবাদিক শিবপদ সরকারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে চলে যায় এ ব্যাপারে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক শিবপদ সরকার সাতক্ষীরা সদর থানায় উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একটি জিডি করেছে, জিডিনং-১৫৯৭, তাং- ২৯/১১/২০২০ইং।