স্টাফ রিপোর্টার ঃ জেলা স্বেচ্ছাসেবক দলের বহিস্কারকৃত নেতৃবৃন্দ পূর্বের বহাল এবং যোগ্য প্রার্থীদের কমিটিতে অন্তুর্ভক্ত করার দাবিতে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন শিকদার। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৬ জুন ২০১৮ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়। ঐ কমিটিতে সভাপতির আসন গ্রহন করেন তৎকালীন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। কিন্তু দীর্ঘ দিন যারা রাজপথে থেকে জাতীয়বাদী শক্তি প্রতিষ্ঠার জন্য মামলা খেয়ে দিশাহারা তারা কমিটিতে ঠাই হয়নি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অব্যহতি করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের একটি সুন্দর কমিটি দেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু গত ৫ অক্টোবর বিশিষ্ট্য ব্যবসায়ী সোহেল আহমেদ কে সভাপতি করে ১৭১ সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। এখানেও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের স্থান দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে সমন্বয় করে কমিটির আশা করা হয়েছিল কিন্তু আবদনের পরেও কোন ত্যাগীদের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাই হয়নি। এমনকি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো সহ ৬ জন ত্যাগী নেতাকে বহিস্কার করে। তিনি আরো বলেন ঐ সকল নেতাদের বহিস্কার প্রত্যাহার করতে হবে। এবং বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগীদের দিয়ে কমিটি করতে হবে। তানা হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় আসলে দাবি আদায়ের লক্ষ্যে, যেটি করার দরকার জেলা স্বেচ্ছাসেবক দল সেটি করবে। এসময় উপস্থিত ছিলেন অব্যহতি প্রাপ্ত নেতা এড. কামরুজ্জামান ভুট্টো, ছালাউদ্দীন, সাইদুল হক, জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।