স্টাফ রিপোর্টার ঃ বিভাগীয় কমিশনারের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করনের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে ১১তম দিনেও কর্মবিরতী শুরু করে। সংগঠনের জেলা সভাপতি এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন, কাজী আজম, ইলিয়াছ হোসেন, জিয়াউর রহমান, রুপালী, বাপ্পি রহমান, ওয়াহেদ, সুপিয়া খাতুন, ভবতোষ কুমার, রুহুল আমিন, আলতাফ হোসেন, এসময় কালেক্টরেট সহকারী সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুর রহমান।