এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার শীতলপুর কুলসুমিয়া এতিমখানা পরিদর্শন ও মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির। রবিবার দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটি পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি মাদরাসা শিক্ষার্থীদের সাথে একান্তে কথা বলেন। তাদের মুখে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত শ্রবন বরেন। তিনি এতিমখানার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে ইসলাম ও পবিত্র কোরআন নাজিল হওয়ার পূর্বসূত্র, শানে নুজুল, সালাতসহ দ্বীনি আমল এবং সামাজিক ও নৈতিক শিক্ষার ব্যাপারে কথা বলেন। এসময় এসআই হাসানুজ্জামান, এতিমখানার সভাপতি আলহাজ্ব আকরাম হোসেন, সেক্রেটারী মনিরুজ্জামান মনি, প্রধান হাফেজ আছাদুল হক, হাফেজ আঃ গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।