পাটকেলঘাটা প্রতিনিধি: গতকাল বিকাল ৪টায় পাটকেলঘাটায় স্থানীয় সুধীজন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে অতি: এ্যাটর্নি জেনারেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নিজস্ব ল-চেম্বার কার্যালয়ে তার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর বলেন আমি সাতক্ষীরায় এসে নেতাকর্মিদের সাথে কথা বলে তাদের মনের অবস্থা বুঝতে পেরেছি বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে অবহিত করব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, হাশেম আলী, জেলা কৃষকলীগের সহ সভাপতি স.ম আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর জাকির হোসেন, খলিল নগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনারুল ইসলাম, তালা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডানলপ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন প্রমুখ। এ সময় পাটকেলঘাটার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।