পরিচয় হয় শিক্ষ্যাতে,
পরিচয় হয় জ্ঞানেতে
পরিচয় হয় গুনেতে।
পরিচয় হয় সততায়,
পরিচয় হয় মানবতায়।
পরিচয় বিশ্বাসে,
পরিচয় হয় না অবিশ্বাসে,
পরিচয় হয় ভাতৃপ্রেমে।
পরিচয় হয়না অকৃত্রিম প্রেমে।
পরিচয় হয় বন্ধুতে,
পরিচয় হয় না শত্র“তে
পরিচয় হয় দেশপ্রেমে,
পরিচয় হয় না দেশদ্রোহী প্রেমে।