মিরজাফরের বংশধর আর
ইয়াহিয়া খানের নাতি,
এই দেশের বিরুদ্ধে তারা
করছে লাফালাফি।
জীবন দিয়ে বীর বাঙালী
রাখলো দেশের মান,
করতে চেয়েছিল মিরজাফররা
আবার পাকিস্তান।
সাত সাগর রক্ত দিয়ে
গড়া মোদের দেশ,
দলে ভারী হলে তারা
করবে মোদের শেষ।
তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে
স্বাধীনতা এ দেশের,
পাকিস্তানীদের কাছে বিকাতে ওরা
মাঠে নেমেছিল ফের।
মনের আশা পুরন করিতে
করেছে অনেক কিছু,
শেখ মুজিব কেও মেরে দিতে
ছাড়েনি তার পিছু।
মুছে ফেলতে চেয়েছিল তারা
বাংলার ইতিহাস,
জাতির পিতাকেও মেরে দিতে
কাপেনি তাদের হাত।
বাংলার আকাশে ঠেকাতে চেয়েছিল
ভোরের সূর্যদ্বয়,
বাংলাদেশকে করতে চেয়েছিল
তীমির আধার ময়।
সূর্য কি আর ওদের ভয়ে
উঠতে দেরি করে
ইয়াহিয়া খানের নাতি যারা
চিন্তায় মাথা ঘোরে।