হেমন্তের পরেই হলো
শীতের আগমন।
চারিদিকে ঢেকে থাকে
কুয়াশায় আচ্ছাদন।
গাছে গাছে ভরে থাকে
খেজুরের রস।
নানা রকমের পিঠা পায়েশ
মনেক করে বশ।
ভোরে পাখিদের মধুর কষ্ঠ,
ভেসে ওঠে বাতাসে।
কৃষকেরা লাঙল নিয়ে,
মাঠে যায় হালচাষে
চারিদিকে থাকে শিশির ভেজা
সকল মাঠ ঘাট।
নর নারী পরে থাকে সকলে
শীতের নানান পোশাক।
কৃষকের গোলা ভরে ওঠে,
সোনারী নতুন ধানে।
মাতোয়ারা হয়ে পড়ে সকলে,
খেজুর রসের ঘ্রানে।
শীতের সকালে সূর্যের তাপ
বড়ই তৃপ্তিকর।
খেজুর রসের পিঠা পায়েশ
খুবই মহাদার।
গ্রাম বাংলায় পিঠা পুলির
মেতে ওঠে উৎসব।
চারিদিকে শোনা যায়
ছোটদের কলরব।
গাছে গাছে ফুটে ওঠে
নানা রকমের ফুল।
সেই ফুলের গন্ধে মানুষের,
মন করে আকুল।
কুয়াশার মাঝে একটু রৌদের হাসি,
করছে ঝলমল।
কত মনোরম দৃশ্যে ভরা,
শীতের সকাল।