কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বুঝতলা আবু বক্কর সিদ্দিক সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মরহুম আলহাজ্ব মাওলানা আবু জাফর মো. হুসাইন হুজুরের আত্মার মাগফেরাত কামনান্তে তার জীবনের স্মৃতিচারণ করে একটি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বুঝতলা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া ও স্মৃতি চারণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নাসির উদ্দীন জাফরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আবু নসর, সাবেক উপাধাক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, যশোর নতুন হাট পাবলিক কলেজের প্রিন্সিপাল মোয়াজ্জেম হোসেন, যশোরের নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বুঝতলা সিনিয়র মাদ্রাসার এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম সদস্য আ ব ম সাইফুল্লাহ, মাওলানা হাদিউজ্জামান, ডাক্তার আলী হোসেন সহ ফাউন্ডেশনের সকল সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুমের জীবন বৃত্তান্তের স্মৃতিচারণ শেষে বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়, এবং সেখানে স্হানীয় বিভিন্ন পর্যায়ের দুই হাজারের অধিক মানুষের সমাগম ঘটে।