দেবহাটা অফিস ॥ দেবহাটার খেজুরবাড়ীয়া গ্রামের অসহায় ঘরহীন দুই পরিবারের হাতে নির্মানকরা ঘরের চাবি হস্তান্তর করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্র চট্টগ্রাম বিষয়ক সচিব সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান সফিকুল আহম্মদ। গতকাল নিজ গ্রাম খেজুরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনন্দঘন অনুষ্ঠানে ঘরের চাবি ও কম্বল বিতরন কালে খেজুরবাড়ীয়ার সন্তান সচিব সফিকুল আহম্মদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছেন তার সুযোগ্য কন্যা দেশকে আলোকিত করেছেন, উন্নয়ন ঘটিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষনা কেউ গৃহহীন থাকবে না। তারই বাস্তবায়ন ঘরহীনদের ঘর নির্মান করে দেওয়া, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে সচিবদের তৈরী ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, চেয়ারম্যান সাইফুল ইসলাম কৃষি অফিসার শরিফ তিতুমীর, প্রকল্প শফিউল বাসার, সিরাজুল ইসলাম মেম্বর প্রমুখ। একই দিনে সচিব সফিকুল আহম্মদকে সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্ল্যা কলেজের পক্ষ হতে সম্বর্ধনা প্রদান করা হয়। কলেজটির সরকারি করনের ক্ষেত্রে বিশেষ অবদান রক্ষাকারি সচিব কলেজে পৌছালে শিক্ষক কর্মচারিদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি তাছলিমা আক্তার, বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্ল্যা সাব্বীর হোসেন, কৃষি দপ্তরের উপ পরিচালক মোতাহার হোসেন, সহকারি অধ্যাপক মোঃ মইনুদ্দিন খান আব্দুল আজিজ, শেখ মিজানুর রহমান, আজহারুল ইসলাম, আলহাজ্ব আকবর আলী, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, মনিরুজ্জামান মহসিন, আবু তালেব প্রমুখ।