দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান দায়িত্বভার গ্রহনের পর গতকাল প্রথম সমন্বয় সভায় অংশ নিলেন। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব মুজিবুর রহমান বলেন দায়িত্ব পালনে জন প্রতিনিধি সহ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন এবং আলোচনা করেন। সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আ’লীগ নেতা চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আবু বকর গাজী, সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম, আসাদুল ইসলাম, কৃষি অফিসার শরিফ তিতুমীর, মৎস্য বদুরুজ্জামান, এসআই নয়ন চৌধুরী, ডাঃ আঃ লতিফ প্রমুখ।