যশোর প্রতিনিধি \ যশোরে পুত্রবধূর হাতে শ্বাশুড়ি বেনোয়ারা বেনু (৪৮) খুন হয়েছে। গত সোমাবর রাত ১০টার দিকে যশোর সদরের ছোটভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেনু ওই গ্রামের বারাসাতের স্ত্রী। পুত্রবধূ আবেদা (৩০) একই গ্রামের সেলিমের স্ত্রী এবং বেনুর মেঝ ভাইয়ের পুত্রবধূ। বেনুর ছেলে শিমুল জানান, রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবেদা প্রতিবেশি শ্বাশুড়ি সালমা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। সোমবার সারাদিন ওই ঘটনাকে পুজি করে আবেদা ঝগড়া করতে থাকে। রাত ৯টার দিকে নিহত বেনুর ছেলে, শিমুলের সাথে কথাকাটাকাটি করতে থাকে। এসময তার মা ঠেকাতে যায়। পুত্রবধূ আবেদা বেনুর চুল ধরে ইটের সাথে আঘাত করে। এতে বেনু বেগম অসুস্থ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতালের নেয়। হাসপতালের ডাক্তার দেলোয়ার হোসেন রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতয়ালী থানার ওসি মরিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, আসামী আটকের চেষ্টা চলছে।