আশাশুনি অফিস \ আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম আশাশুনি প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে তিনি আশাশুনি প্রেসক্লাবে আসেন সংস্কার কাজ দেখতে। উপজেলা চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে খুবই জরুরী গণমাধ্যম কর্মীদের একান্ত বসা ও কার্য পরিচালনার স্থান প্রেসক্লাবের সমস্যাবলী সম্পর্কে মনোযোগ সহকারে মতবিনিময় করেন। ক্লাবের উন্নয়ন কাজ হচ্ছে দেখে তিনি খুবই সন্তুষ্টি প্রকাশ করেন। ক্লাবকে একটি সুদৃশ্য ও মানসম্মত করে তুলতে তিনি ক্লাব ঘরের জন্য প্রয়োজনীয় টাইলস প্রদানের কথা ঘোষণা করেন। আগামীতে ক্লাবের সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন। এসময় প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এসকে হাসানসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।