স্টাফ রিপোর্টার \ ১১৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৬ সাতক্ষীরা সিপিসি-১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ কাওছার আলী কারিকরের ছেলে মোঃ ফয়সাল হোসেন খোকা (২৩), সে জেলার কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের বাসিন্দা। বুধবার দুপুর সোয়া ১টার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার উপর হতে ফয়সাল হোসেন খোকাকে ১১৪ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মামলা রুজু প্রক্রিয়াধীন।