সড়ক দূর্ঘটনা থেমে নেই এমন কোন দিন নেই যে দিনে বা সময়ে দেশের অভ্যন্তরে সড়ক ও মহাসড়ক গুলোতে দূর্ঘটনার ঘটনা ঘটছেনা। সড়ক এবং মহাসড়কগুলোতে লাশের মিছিল, আহতদের আত্মচিৎকার আর আহাজারী আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, দেশের সব এলাকার, সব প্রান্তের একই চিত্র। সড়ক দূর্ঘটনা এমন পর্যায়ে এবং এমনই ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে সড়ক দূর্ঘটনা এক ধরনের মহামারীতে পরিনত হয়েছে। যে পরিবারের কোন সদস্য সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করে এবং আহত হয় সেই পরিবারই অবগত হয় এবং মর্মে মর্মে অনুভূত হয় যে সড়ক দূর্ঘটনা কতটুকু মর্মান্তিক। আমাদের দেশের সড়ক এবং মহাসড়ক গুলো কোন অবস্থাতেই অনুন্নত নয় উন্নত, বলা যায় বিশ্বমানের। অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময়ে আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলো উন্নত, আধুনিক এবং বিশ্বমানের, কিন্তু সড়ক দূর্ঘটনা কেন? সড়কে সড়কে মৃত্যু মিছিল কেন? সড়ক ব্যবস্থার সাথে জড়িত এবং এই ব্যবস্থার সাথে সংশ্লিষ্টরা বলেন সড়ক উন্নত বা অনুন্নত এমন ক্ষেত্রে সড়ক দূর্ঘটনায় ভূমিকা রাখা বা না রাখাটা বিষয় নয়, মুল বিষয় হলো নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন পরিচালনা করা, অর্থাৎ অতিরিক্ত গতিতে যানবাহন পরিচালনা করলে তা সড়ক দূর্ঘটনার ক্ষেত্র বিশেষ ভাবে নিশ্চিত করে থাকে। বিধায় সড়ক দূর্ঘটনার অন্যতম কারন নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন চালানো। আমাদের দেশের এক শ্রেণীর চালকরা প্রতিনিয়ত নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন চালনা করে যা কোন অবস্থাতেই কাম্য নয়। দেশের অন্যান্য এলাকার ন্যায় সাতক্ষীরা জেলাতেও থেমে নেই সড়ক দূর্ঘটনা, সড়কে সড়কে মৃত্যুর মিছিল থেমে নেই। সাতক্ষীরার প্রতিটি সড়কে চলছে সড়ক দূর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে সড়ক দূর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহনের।