দেবহাটা অফিস \ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দেবহাটার খেজুরবাড়ীয়ায় গতকাল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা শাখার উদ্যোগে আয়োজিত উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সমাজসেবক শামছুর রহমান খোকন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা, বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান সাইফুল ইসলাম অনুষ্ঠানের সমন্বয়কারি ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মীর মোহর আলী, হাফেজ আব্দুলাহ, হাফেজ আশরাফুজ্জামান, হাফেজ ইমদাদুল হক, হাফেজ রাকিব আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমেদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।