বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় বারি বীজ বপন যন্ত্রের এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নূরনগর রামজীবনপুর গ্রামে ও বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার পীরগাজন গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ফার্ম মেশিনারী ও পোষ্ট হারবেষ্ট ম্যানেজমেন্ট ডিভিশনের উদ্যোগে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের অর্থায়নে এবং বারি সাতক্ষীরা আঞ্চলিক অফিসের তত্বাবধানে বারি বীজ বপন যন্ত্রের মাধ্যমে ভূট্টা ও তিল ফসল চাষের এডাপটিভ ট্রায়েল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকালে শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম ও বিকালে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনেরপোতা বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির। সহায়তাকারী হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জিএম মাফুজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ গোলাম নবী প্রমূখ। এডাপটিভ ট্রায়েল শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের কৃষক আঃ আজিজের জমিতে ও কালিগঞ্জ উপজেলার পীরগাজন গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিএম আবদুল ওয়াহেদের জমিতে অনুষ্ঠিত হয়।