বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে কৃষক সংগঠনের নিকট পাওয়ার টিলার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর উদ্যোগে গভর্নেন্স ফর কোস্টাল রেজিলিয়ান্স প্রকল্প-২ এর সহযোগিতায় মুন্সিগঞ্জ সিএনআরএস অফিস হলরুমে কুলতলি গ্রামের কৃষক সংগঠনকে স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষকরা যাহাতে স্বল্প সময়ে স্বল্প খরচে চাষ করে ধান, গম, রবি শস্য ফলাতে পারে এই লক্ষ্যে কৃষক সংগঠনের মাঝে পাওয়ার টিলার হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মাসুম বিলাহ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম পল্টু, পিএম. সিএনআর এস স্বরণ কুমার চৌহান, শহীদুল ইসলাম, সালাউদ্দীন, নাজিম আহম্মদসহ এলাকার কৃষাণ-কৃষাণীবৃন্দ।