বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় হারানো মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনা সুত্রে জানা যায়, উপজেলার ইসমাইলপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র মোঃ সেলিম হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটি গত ১২ অক্টোবার ২০২০ তারিখে হারিয়ে যায়। এ বিষয়ে মোঃ সেলিম হোসেন শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে। তারই পরিপ্রেক্ষিতে এএসআই সাইফুল ইসলাম ও এএসআই মাজারুল ইসলাম মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে উপজেলার হরিনগর এলাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। উদ্ধার পূর্বক মালিক সেলিমকে খবর দিলে সে গতকাল সন্ধ্যা ৭টায় থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে উপস্থিত হলে থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা উদ্ধারকৃত মোবাইল ফোন ও শুভেচ্ছা স্বরুপ গোলাপ ফুল মালিক মোঃ সেলিম হোসেনের নিকট হস্তান্তর করেন।