স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মো: রুহুল আলম সিদ্দীকীর সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা শহরের রসুলপুর যুব সমিতির উদ্যোগে গতকাল বিকালে রসুলপুর ক্লাবের মাঠে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তিনি বলেন সাতক্ষীরা জেলা আমার অতি পরিচিত। এখানের মানুষের সাথে আমার মনের মিল রয়েছে। বিশেষ করে রসূলপুর বাসীর সাথে পারিবারীক সম্পর্ক বিদ্যমান। সাতক্ষীরা মানুষের জন্য কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এনামুল হক মনি, রসূলপুর যুব সমিতির সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, অন্যান্যদের মধ্যে সৈয়েদ আহমেদ খান, লিয়াকত হোসেন, মিজানুর রহমান, মোজাফফার হোসেন, সহরাফ আলী খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য রাষ্টদূত রসূলপুর খা বাড়ির জামাতা।