স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন প্লানের যৌথ উদ্যোগে গতকাল সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত সভাপতির বক্তব্যে বলেন নোভেল করোনা ভাইরাস ও ডেঙ্গু ছাড়া আরো অনেক সংক্রমোন রোগ রয়েছে যা এক জনের থেকে অন্যের শরীরে সহজে ছড়ায়। এর মধ্যে উলেখযোগ্য কলেরা, ডায়রিয়া, বসন্ত সহ বিভিন্ন ধরনের রোগ। এসময় রোগ থেকে মুক্তি প্রধান কাজ জনসচেতনতা সৃষ্টি। বিশেষ করে স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে। তিনি আরো বলেন সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরিধান করা, ঘন ঘন হাত পরিস্কার জরুরী। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় কারন লেখালেখির মাধ্যমে খুব সহজে জনগনকে সচেতন করা যায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী, জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডা: সাইফুলাহ আল কাফী। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।