ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার শ্রীফলকাটিতে সারাদিনব্যাপি নকআউট ফুটবল টূর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীফলকাটি এস ডি একতা যুব সংঘের আয়োজনে এ ফুটবল টূর্নামেন্ট অনুষ্টিত হয়। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিক ভাবে টূর্নামেন্ট শুরু হয়ে বিকাল ৫টায় ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান (সাঈদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী, সাবেক চেয়ারম্যান জিএম সাদেকুর রহমান (সাদেম), প্রভাষক জিএম অলিউর রহমান, রহমত আলী প্রমুখ।