আশাশুনি অফিস ঃ আশাশুনির আনুলিয়ায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর আলম লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাগালী বাজার সংলগ্ন বালির মাঠে ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের আয়োজনে প্রবীণ আ’লীগ নেতা তেজেন্দ্র নাথ বাছাড়ের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান লিটন বলেন-বর্তমান সরকারের ভাবমূর্তী ও উন্নয়নের ধারাকে ব্যহত করতে এলাকার চিহ্নিত ভূমিদস্যু, মাদক বিক্রেতা, সমাজ বিরোধী দুষ্কৃতিকারীরা বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে আ’লীগের লেবাসে এলাকায় বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। এই এলাকায় তার মধ্যে অন্যতম ভূমিদস্যু আজগর মোল্যা, মাদক ব্যবসায়ী কবীর, বিএনপি নেতা আমান হত্যা মামলার আসামী মোক্তার। চোর-চাপটারা একত্রিত হয়ে আনুলিয়া ইউনিয়নকে কলংকৃত করতে চায়। স্বপ্নভ্রষ্ট করে আনুলিয়া ইউনিয়নকে পিছিয়ে দিতে চায়। আমরা আনুলিয়া ইউনিয়নকে আলোকিত করতে চাই। আমি আনুলিয়া ইউনিয়ননের মানুষকে স্বপ্ন দেখাই। ভাল সভ্যতা নিয়ে দল করেন তাতে কোন বাঁধা নেই। আমার পূর্বে আনুলিয়া একটি জরাজীর্ণ ইউনিয়ন ছিল। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আনুলিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করেছি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হরেন্দ্র নাথ বাছাড়, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন বাবু, ইউপি সদস্য জিয়ারুল ইসলাম, আলমগীর আলম, সমাজসেবক গৌরপদ হালদার, যুবলীগ নেতা এটিএম হোসেন প্রমুখ।