বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার নাকসরুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং বিকাল ৪টায় উপজেলার শ্রীফলকাটি মালঞ্চ টেকনিক্যাল কলেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা শিক্ষক কর্মচারি ঐক্যজোটের সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাঃসম্পাদক ডিএম আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক আশেক এলাহী মুন্না, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নুরজাহান পারভীন ঝরনা, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডঃ মাসুদুল আলম দোহা, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ও কৈখালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক গাজী শাহ আলম, জেলা যুবদলের সহ সভাপতি আজিজুর রহমান আজিবর, আনোয়ারুল ইসলাম আঙ্গুর, নাজমুল হক, জুলফিকার সিদ্দিক, মজনু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।