কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাহউদ্দীন মির্জা মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া থানা চত্ত¡রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কলারোয়া থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন সকল প্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি আগামী ৩০ তারিখ কলারোয়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন এবং সকলের সহযোগিতা কামণা করেন। তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার তাগিদ দেন। পরে তিনি পৌর সভার ৯টি কেন্দ্র পরিদর্শন করেন এবং ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো শনাক্ত করেন। এ সময় তিনি পৌরসভা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো অনাআঙ্খাকিত পরিস্থিতি এড়াতে এবং অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে সকল প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীরের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, মোবাইল ফোন প্রতীকের শ্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, জগ প্রতীকের প্রার্থী নার্গিস সুলতানাসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা।