বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে ইসলামাবাদ দাখিল মাদ্রাসার প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় অত্র মাদ্রাসার প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন বুশরা মুন্সীগঞ্জ শাখার ম্যানেজার আলহাজ্ব মোফাজ্জেল হোসেন, মাদ্রাসার সুপার আব্দুল ওহাব, সাবেক সুপার আব্দুল মাজেদ, সাবেক সহ সুপার আব্দুল মজিদ, শিক্ষক আব্দুল আজিজ, আব্দুল আহাদ সহ অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসার প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করায় এলাকাবাসী মাদ্রাসা কমিটির সদস্য সহ প্রাচীর নির্মাণ সহযোগীদের সাধুবাদ জানান।