বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদর কালমেঘায় রাতের আধারে বিচুলীর গাদায় আগুন দেওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যাদবপুর গ্রামের শেখ আহম্মাদ আলীর পুত্র শেখ শাহিনুর রহমান (৪৫) শত্রæতামূলক রাত সাড়ে ১২টার দিকে বিচুলীর গাদায় আগুন দিলে গবাদি পশুর ২০/২৫ হাজার টাকার খাদ্য আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এবিষয়ে উপজেলার কালমেঘা গ্রামের কওছার আলী শেখের পুত্র মোঃ অলিউল্লাহ শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করে। তারই পরিপ্রেক্ষিতে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন কর্মকর্তা এসআই জাহিদ হোসেন দৈনিক দৃষ্টিপাত জানান, বিচুলীর গাদায় আগুন লাগা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শন করি বিবাদীকে খুঁজে পাওয়া যায়নি। মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। ভুক্তভোগী অলিউল্লাহ গবাদি পশুর খাদ্য আগুনে বিনষ্ট করায় যথাযথ কর্তৃপক্ষের নিকট তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।