স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুলাহ আল মামুনের মনোনয়ন বৈধতা ঘোষনা করেছেন। গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় হতে তার মনোনয়ন পত্র বৈধতা ঘোষনা দেওয়া হয়। সাতক্ষীরা চেম্বার অব কমার্স পরিচালক এসএম আব্দুলাহ আল মামুনের মনোনয়ন পত্র ঋণ খেলাপীর অভিযোগে বাতিল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার। গত বুধবার তিনি নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক বরাবর আবেদন করেন বৃহস্পতিবার শুনানী শেষ হয়। পরবর্তিতে গতকাল রবিবার তার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র বৈধনা ঘোষনা করেন, তার নির্বাচন করতে আর কোন বাধা রইলো না। জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তার মনোনয়ন বৈধ ঘোষনার পর ওয়ার্ড বাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।