স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের ফিংড়ী জিফুলবাড়িয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করছেন সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা। গতকাল দুপুরে জিফুল বাড়িয়া কমিউনিটি ক্লিনিক আকষ্মিক পরিদর্শন আসেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান। এসময় তিনি সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগনের দোড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিক তার উজ্জ্বল দৃষ্টান্ত। এখান থেকে সকল রোগীদের প্রাথমিক ভাবে সেবা প্রদান করা হয়। সমস্যা বড় ধরনের না হলে রোগীদের বাহিরে যাওয়ার দরকার হয় না। শুধু তাই নয় এখানে হামরুবেলার পাশাপাশি গর্ভবতী মায়েদের সেবা দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডাঃ আমানাতুলাহ, ইপিআই শেখ মহিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম, ফারুক হাসান, সিএইসসিপি মুর্শিদা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন, রফিকুল ইসলাম সহ কমিউনিটি ক্লিনিকের কমিটির সদস্য আগত রোগীরা উপস্থিত ছিলেন।