আদালত প্রতিবেদক \ কলারোয়া উপজেলার খলসী গ্রামের নিজের ভাই ভাবী ও দুই শিশু সন্তানকে হত্যার একমাত্র আসামী রায়হানুর রহমান এর বিরুদ্ধে সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে গতকাল প্রথম সাক্ষ্য গ্রহন শুরু হয়েছে। প্রথম দিনে আসামী পক্ষের আইনজীবীরা মামলার বাদী ময়না খাতুনের জেরা করেন। চাঞ্চাল্যকর লোমহর্ষক ও বর্বর এই হত্যা কান্ডটি অতি দ্রুততার সাথে বিচারকার্য চলমান থাকায় বিচার প্রার্থীদের মাঝে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে। আজ দ্বিতীয় দিনের মত বাদীর সাক্ষ্য গ্রহন করবেন আসামী পক্ষের আইনজীবীরা, উলেখ্য গত চৌদ্দ জানুয়ারী চার্জ গঠন হয়। মামলাটি সিইআইডি তদন্ত শেষে একমাত্র আসামী রায়হানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন, এর পূর্বে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের কাছে আসামী ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করেন।