ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার দূর্যোগ প্রবণ এলাকা গাবুরায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ব্রতী’র উদ্যোগে ২০০ ছিন্নমূল শিশু পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে ‘ব্রতীর’ শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় এ নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৮০০ হারে প্রদান করা হয়। প্রকল্প সুপারভাইজার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবিয়ার রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রতীর সুপারভাইজার মনিরুল ইসলাম। উলেখ্য বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রতী দীর্ঘদিন ধরে দূর্যোগপ্রবণ এলাকা গাবুরায় শিশু সুরক্ষা, সুপেয় পানি, আয়বৃদ্ধিমূলক কর্মসূচী, মানবাধিকার রক্ষায় গণগবেষক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।