বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে স্থায়ীত্বশীল জীবিকা, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র রক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে ওয়ানকা ফান্ডের সহযোগিতায় ও অর্থায়নে সামস্ এর প্রশিক্ষণ কক্ষে সামস্ এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের স্থায়িত্বশীল জীবিকায়ন খাদ্যনিরাপত্তা ও জীব বৈচিত্র রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষনে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার কারিতাস সুফল টু সুমন মালাকার, সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, বারসিক এরিয়া কোডিনেটর পার্থ সারথী পাল, যীশু নাম আশ্রম পরিচালক পাজ্জি ফাদার লূইজি, সামস্ সহ সভাপতি রামপ্রসাদ মুন্ডা প্রমুখ।