বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইটভাটায় ব্যবহৃতত ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার খানপুর (ইছাকুড়) গ্রামের নুরজ্জামান কাগুচির স্ত্রী জহুরা খাতুন (৩০) কালিগঞ্জ মুন্সিগঞ্জ প্রধান সড়কের শ্যামনগর বকুলের ভাটা নামক স্থানে ইটভাটায় ব্যবহৃত ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ইটভাটায় ব্যবহৃত ডাম্পার করে জহুরা খাতুন সহ তারা বকুলের ভাটায় যাচ্ছিলেন। ডাম্পারটি বকুলের ভাটার সামনে এলে চাকায় কাপড় জড়িয়ে জহুরা মারাত্মক জখম হয় এবং পরবর্তীতে মৃত্যুবরণ করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন দৈনিক দৃষ্টিপাতকে জানান, ডাম্পার গাড়ির চাকায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে শুনেছি থানায় কোন পক্ষ অভিযোগ করেনি। কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।