স্টাফ রিপোর্টার ঃ বীর মুক্তিযোদ্ধা সাবেক জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আ’লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর রাজনৈতিক ঘনিষ্ঠ সহচর মরহুম এ্যাড. এএফএম এন্তাজ আলীর ২৩তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশপোল জামে মসজিদে বাদ আসর এক মিলাদ মাহফিল ও স্বরন সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন প্রমুখ। মিলাদ মাহফিল ও স্বরন সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুলীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের ইমাম হাফেজ মাও: শহীদুল ইসলাম।