স্টাফ রিপোর্টার \ বীর মুক্তিযোদ্ধা সাবেক জাতীয় সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর সাতক্ষীরা জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মরহুম এড. এএফএম এন্তাজ আলীর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার উদ্যোগে খুলনা রোড মোড়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে স্বরন সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সৈনিক লীগের জেলা সভাপতি মাহামদু আলী সুমন, পৌর আ’লীগের সাঃ সম্পাদক সাহাদাৎ হোসেন, পৌর আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন, আব্দুল আলিম প্রমুখ। আলোচনা শেষে এড. এন্তাজ আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবং সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতাল মসজিদের ইমাম মুফতি সাইফুলাহ ও বাসটার্মিনাল আমিনীয়া মসজিদের ইমাম হাফেজ মাও: রেজাউল করিম।