স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা গতকাল ছিন্নমুল, অসহায়, দুঃস্থ, হতদরিদ্র শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করেছে। বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সহযোগিতায় (প্রাপ্ত) শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি পঙ্কজ কুমার বর্মন, সাধারণ সম্পাদক সাইফুলাহ আল তারিক, উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান, সম্পাদক জিয়াউর রহমান, শিক্ষক নেতা আব্দুল আওয়াল, শফিউল আলম, সঞ্জীব ব্যানার্জী, নাজমিন হাসিব, গোপাল চন্দ্র আমিন, শরিফুর রহমান সজন, শেখ আব্দুল জলিল, আবুল খায়ের, এসএম পলাশ, জ্যোতিষ কুমার মন্ডল, মোঃ ফিরোজ হোসেন, কাজী শিহাবউদ্দীন সাজু, প্রমুখ। অসহায় দুঃস্থ শিক্ষার্থী, অভিভাবকরা শীত বস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি শিক্ষা অফিসার আব্দুল গণি শীতবস্ত্র বিতরনের জন্য সদর উপজেলা শিক্ষা সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।