দেবহাটা অফিস \ মাদককে না বলি, মাদক বিরোধী জনসচেতনতা এবং মাদকমুক্ত দেবহাটা গড়ার প্রত্যাশায় গতকাল দেবহাটা প্রেসক্লাব এবং দেবহাটা থানা পুলিশ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট পরস্পর মুখোমুখি হয়। উৎসব আর উচ্ছ¡াসের দ্রুতি ছড়ানো উক্ত ম্যাচটি শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দিতায় পূর্ণতা পায় এবং দেবহাটা থানা পুলিশ জয়লাভ করে। খেলার শুরুতে দেবহাটা থানা ওসি বিপ্লব কুমার সাহা নেতৃত্বাধীন ক্রিকেট দল নির্ধারিত পনের ওভার শেষে আট উইকেটে একশত চুহাত্তর রান করে, দেবহাটা প্রেসক্লাবের সদস্য ও দৃষ্টিপাত দেবহাটা প্রতিনিধি বায়েজিদ বোস্তামী উজ্জ্বল ব্যাট হাতে নেমে অপরাজিত থেকে ব্যক্তিগত একশত পঁয়ত্রিশ রান করে, দেবহাটা প্রেসক্লাবের অপরাপর ব্যাটসম্যানরাও ব্যাটে নৈপুন্য দেখালেও থানা পুলিশের বোলারদের ভালো বোলিং দেবহাটা প্রেসক্লাব দেবহাটা থানা পুলিশের একশত চুয়াত্তর রান টপকাতে না পারায় দেবহাটা পুলিশই শেষ হাসি হাসে। দেবহাটা থানার ক্রিকেটাররা হলেন ওসি বিপ্লব কুমার সাহা, ওসি তদন্ত ফরিদ আহমেদ, বিদায়ী ওসি তদন্ত উজ্জ্বল কুমার মৈত্র, এসআই নয়ন চৌধুরী, আবু হানিফ, মোজাম্মেল, সোলাইমান পুলিশ সদস্য সোনা মিয়া, মিকাইল, এনামুল হোসেন, রাসেল প্রমুখ। দেবহাটা প্রেসক্লাবের ক্রিকেট টিমের সদস্যরা দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আঃ রব লিটু, সম্পাদক মাহমুদুল হক লাভলু, মোমিনুর রহমান, নির্মল কুমার, সুমন বাবু, কবির হোসেন, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, আজিজুল হক আরিফ, নাসির উদ্দীন, আরাফাত হোসেন লিটন, দিপঙ্কর বিশ্বাস, ফরহাদ হোসেন প্রমুখ। আনন্দঘন ক্রিকেট ম্যাচটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন খেলা শেষে দেবহাটা থানা ওসি বিপ্লব কুমার সাহা বলেন মাদক বিরোধী ম্যাচটি কেবল মাদক বিরোধী জনসচেতনতা নয়, মাদক ব্যবসায়ী ও সেবীদের জন্য কঠিন ও কঠোর বার্তা।