নলতা প্রতিনিধি \ সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও পতাকা উত্তোলন করা হয়। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে ২১ ফেব্র“য়ারী সকালে নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন ও সাঃ সম্পাদক সমাজ সেবক আলহাজ্জ মো: আবুল হোসেন পাড় এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সদস্যবৃন্দের উপস্থিতিতে দলীয় অফিসে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও শোক র্যালী ও নলতা হাইস্কুল মাঠ সংলগ্ন শহীদ বেদীতে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে নলতা ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলতা শরীফ প্রেসক্লাব, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশন, কে বি আহ্ছানউলা জুনিয়র হাইস্কুল, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কার্ডিফ মডেল স্কুল, ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।